হোম > রাজনীতি

বিএনপির সমাবেশ: ক্যাপ দেখে যায় চেনা

রাশেদ নিজাম, ঢাকা

সকাল থেকেই লোকে লোকারণ্য সায়েদাবাদ লাগোয়া গোলাপবাগ মাঠ। বিএনপির এই সমাবেশস্থল ছাড়িয়ে টিটিপাড়া, ফ্লাইওভার, জনপদ মোড়, মানিকনগর থেকে কমলাপুর স্টেডিয়াম হয়ে মুগদা পর্যন্ত রংবেরঙের পোস্টার-ফেস্টুনে একাকার।

তবে সমাবেশস্থল ও আশপাশে সবচেয়ে চোখে লাগার বিষয় ক্যাপ। বাহারি ক্যাপে ঢাকা একেকটি মাথা। কারও লাল, কারও নীল, সবুজ, টিয়া কমলা, সাদা, হলুদ কী নেই?

নিজেদের পরিচয় নিশ্চিত করতে আর জানান দিতে যে এই আয়োজন তা আর বলার বাকি থাকে না। ছাত্রদলের জন্য সাদা, যুবদলের লাল, কৃষক দলের ফ্লোরেসেন্ট, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নীল ও আকাশি রঙের ক্যাপ পরে এসেছেন। সবাই বসে-দাঁড়িয়ে আছেন একসঙ্গেই।

ঢাকার চারপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ তো আছেই, পটুয়াখালী, মাদারীপুর, কক্সবাজার, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ভোলা, যশোর, ঝালকাঠি, কুমিল্লাসহ অনেক জেলা-উপজেলার নেতা-কর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ এবং টিশার্ট পরে এসেছেন গোলাপবাগে।

ব্যতিক্রম দেখা গেল মতিঝিল থানা বিএনপির লোকজনের ক্ষেত্রে। তারাই একমাত্র গোলাপি রঙের টুপি মাথায় দিয়েছেন।

যুবদলের মামুন নামে এক নেতা জানালেন, ‘নিজেদের লোক চেনা এবং শীর্ষ নেতাদের জানান দিতে এক রঙের পোশাক ও টুপি বেছে নেই আমরা। কোন ইউনিটের কেমন সমাগম হয়েছে, তা সহজে বোঝা যায়।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল বললেন, ‘নানা সময়ে তুচ্ছ কারণে ঝামেলা তৈরি হয়। আবার তৃতীয় পক্ষ উসকানির চেষ্টা করে। তাই একই রকম ক্যাপ থাকলে চিনতে সুবিধা হয়। নির্দেশনাও সহজে দেওয়া যায়।’

প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শুরু হয়েছে। তখনো নতুন নতুন রঙের ক্যাপ আর টিশার্ট পরে সমাবেশের দিকে যাচ্ছিলেন নেতা-কর্মীরা।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ