হোম > রাজনীতি

পদ্মা সেতুর মাধ্যমে দেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন প্রধানমন্ত্রী: সংসদে ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে স্বাধীন করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে তাঁর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

আজ বুধবার জাতীয় সংসদে পদ্মা সেতু নির্মাণে ১৪৭ বিধির আওতায় আনীত এক সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। 

সর্বনাশা পদ্মায় সেতু পার হয়ে মানুষ দক্ষিণাঞ্চলে যাবেন এটা কেউ বিশ্বাস করেনি। শেখ হাসিনার কারণে সেটা জয় হয়েছে বলে জানান কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘এই পৃথিবীতে কেউ বেশি দিন বেঁচে থাকবে না। আমরাও থাকব না, কিন্তু একটি কথা বলতে পারি, যত দিন এই পদ্মা সেতু থাকবে, তত দিন এই দেশের ইতিহাস থেকে শেখ হাসিনার নাম ‍কেউ মুছে ফেলতে পারবে না। এ সেতুর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। যত দিন এই বাংলাদেশ থাকবে, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না।’

জাপার এই সংসদ সদস্য বলেন, ‘আজকে বাদশাহ শাহজাহান নেই। কিন্তু তাঁর অমর সৃষ্টি তাজমহল আছে। সারা বিশ্ববাসী যখন তাজমহল দেখতে যায়, তখন বলা হয় এটা বাদশাহ শাহজাহানের অমর সৃষ্টি। মুঘল সাম্রাজ্যে অনেক বাদশাহ ছিল, কিন্তু তাজমহল তাঁকে বাঁচিয়ে রেখেছে।’ 

কাজী ফিরোজ রশীদ বলেন, ছোটবেলায় শুনেছি পদ্মা নদী পাড়ি দেওয়া অসম্ভব। মানুষ এ নদী পাড়ি দিতে দিনের পর নদীর পাড়ে বসে থাকত। পুরো দিন লেগে যেত এ নদী পাড়ি দিতে। 

পদ্মার বুকে অনেক মানুষের ধনসম্পদ হারিয়ে গেছে বলে জানান ফিরোজ রশীদ। সেই পদ্মা নদীর ওপর সেতু হবে, এর ওপর গাড়ি চালিয়ে পাড়ি দিতে পারব, এটা আমাদের জীবনের দুঃস্বপ্ন ছিল।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

ফিরোজ রশীদ স্পিকারের মাধ্যমে সব সংসদ সদস্যকে দক্ষিণাঞ্চল সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আপনাকে (স্পিকার) নিমন্ত্রণ জানাচ্ছি, এই সংসদের সব সদস্যকে নিয়ে আমাদের নীলাঞ্চল, শাপলা-শালুক ও লাল শাপলার দেশে যাবেন। আপনি সবাইকে নিয়ে যাবেন। দেখবেন সেই নীলাঞ্চল কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাড়ি অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে।’ 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান