হোম > বিশ্ব > ভারত

রুপিতে লক্ষ্মী–গণেশের ছবি ব্যবহার করলে মান বাড়বে: কেজরিওয়াল

কলকাতা প্রতিনিধি

ভারতীয় মুদ্রা রুপির নোটে এবার দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ব্যবহারের দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর মতে লক্ষ্মী–গণেশের ছবি ব্যবহার করা হলে রুপির অবমূল্যায়নের হার কমতে পারে, বাড়তে পারে মান। স্থানীয় সময় আজ বুধবার ভারতের রাজধানী দিল্লিতে কেজরিওয়াল জানান, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি এই বিষয়ে ব্যবস্থা নিতে চিঠিও দেবেন।

অরবিন্দ কেজরিওয়ালের মতে, মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ার নোটে যদি দেবতা গণেশের ছবি থাকতে পারে তবে ভারতেও লক্ষ্মী-গণেশের ছবি রাখা উচিত। বর্তমানে ভারতীয় নোটে কেবল দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করা হয়।

বিষয়টি উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাব, রুপির এক পিঠে থাকবে মহাত্মা গান্ধীর ছবি এবং অন্য পিঠে থাকবে লক্ষ্মী ও গণেশের ছবি। এটা হলে ভগবানের আশীর্বাদে ডলারের তুলনায় টাকার মূল্য হ্রাসের ধারা অনেকটা কমতে পারে বলেও তিনি মনে করেন। কেজরিওয়াল বলেন, ‘আমি যেমনটা বলেছি—দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমাদের অনেক চেষ্টা চালাতে হবে। আমাদের প্রচেষ্টা তখনই ফলপ্রসূ হয় যখন আমরা দেব-দেবীর আশীর্বাদ পাই। নোটের একপাশে গণেশ ও লক্ষ্মীর ছবি এবং অন্যপাশে গান্ধীর ছবি থাকলে পুরো দেশই আশীর্বাদ পাবে।’

কেজরিওয়ালের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল্যায়ন, বিজেপির হিন্দু ভোট ব্যাংকের ভাগ নিতেই অরবিন্দ কেজরিওয়াল এ ধরনের দাবি তুলেছেন। তবে অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে গান্ধীর বদলে ভারতীয় রুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপানোর দাবি উঠেছে। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী এই দাবি তুলেছেন। উল্লেখ্য, এই সংগঠনটিই গত দুর্গা পূজার সময় অসুরকে গান্ধীর রূপে সাজিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। 

বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর