হোম > বিনোদন > সিনেমা

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) চলছে মাসব্যাপী কর্মসূচি। এরই অংশ হিসেবে বাউবির সহায়তায় শিক্ষক সমিতির আয়োজনে বাউবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দুই দিনব্যাপী প্রদর্শনী।

গতকালের প্রদর্শনী উপভোগ করেন বাউবির উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ।

আজ রয়েছে প্রদর্শনীর শেষ দিনের আয়োজন।

প্রদর্শনীর আয়োজক বাউবির শিক্ষক সিমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়াসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে। বর্তমান ও পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা