হোম > বিনোদন > সিনেমা

ঈদের সিনেমার প্রথম গানে ঝড় তুললেন শাকিব

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান। ‘কথা আছে’ শিরোনামের গানটি ইতিমধ্যে অনলাইনে ঝড় তুলেছে। ভিন্ন ঘরানার গানটি গেয়েছেন ‘গালি বয় রানা’খ্যাত সংগীতশিল্পী তাবিব মাহমুদ।

‘কথা আছে’ শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন। সেখানেই ভিন্ন লুকের জন্য ভক্ত ও নেটিজনদের প্রশংসা পাচ্ছেন শাকিব।

র‌্যাপ ঘরানার ‘কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে’ গানটি লিখেছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। গানটির সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাতা তপু খানের প্রথম সিনেমা। সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি। চলতি মাসের শুরুতে সিনেমার টিজার প্রকাশিত হয়েছিল। এবারের ঈদে দেশব্যাপী মুক্তির কথা রয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’।

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু