হোম > বিনোদন > সিনেমা

আসছেন গ্যাংস্টার ধানুশ

ঢাকা: মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার ধানুশের আলোচিত ছবি ‘জগমে ঠান্ডিরাম’। ১৯০টি দেশে ১৭ ভাষায় মুক্তি পাবে এ ছবি। কাল শুক্রবার নেটফ্লিক্সে দেখা যাবে গ্যাংস্টার ধানুশকে।

‘জগমে ঠান্ডিরাম’কে বলা হচ্ছে গ্যাংস্টার ফিল্ম। এ ছবির ঘোষণা এসেছিল ২০১৬ সালে। কিন্তু যে পরিমাণ অর্থের দরকার এ ছবি বানাতে, তখন প্রযোজনা প্রতিষ্ঠান তা জোগাড় করতে পারেনি। দুই বছর পর আবার ছবিটি বানানোর প্রক্রিয়া শুরু হয়।

শুটিং শুরু হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। প্রায় চার মাস ধরে লন্ডন, ভারতের মাদুরাই ও চেন্নাইয়ে ‘জগমে ঠান্ডিরাম’–এর শুটিং হয়েছে।

ধানুশের দাবি, ছবিটি দর্শকদের চাপ কমাবে। দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে মানসিকভাবে কেউই ভালো নেই। তাদের জন্য টনিক হিসেবে কাজ করবে ছবিটি।

‘জগমে ঠান্ডিরাম’–এ ধানুশের চরিত্রের নাম সুরুলি। বাহারি গোঁফে যেন একেবারে ডাকাত সরদার! এ চরিত্রের জন্য গোঁফওয়ালা-সানগ্লাস পরা বিশেষ ইমোজি বানিয়েছে টুইটার।

সুপারস্টার রজনীকান্তের ভীষণ ভক্ত ধানুশ। অন্যান্য ছবিতে ধানুশ সব সময় চেষ্টা করেছেন রজনীর প্রভাব থেকে মুক্ত থাকার। তবে ‘জগমে ঠান্ডিরাম’–এ ধানুশের ভেতরে রজনীকান্তকেও পাওয়া যাবে।

প্রথম দিকে ধানুশ কিছুতেই চাননি ছবিটি প্রেক্ষাগৃহ ছাড়া অন্য কোথাও মুক্তি পাক। প্রযোজক যখন নেটফ্লিক্সে বিক্রি করতে চাইছিলেন, তখন বিষয়টি ভালোভাবে নেননি অভিনেতা। তবে পরবর্তী সময়ে মন গলেছে ধানুশের।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা