বাংলাদেশে চলতি বছর সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পেল ভারতীয় ছবি ‘বাজি’। আজ শুক্রবার মুক্তি পেয়েছে জিৎ প্রযোজিত ছবিটি। ছবিতে অভিনয় করেছেন জিৎ ও মিমি। ‘বাজি’ এদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। বিনিময়ে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে ‘রাত্রির যাত্রী’ ছবিটি।
তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম জানান, ঢাকাসহ সারা দেশে ৪৩টি সিনেমা হলে ‘বাজি’ মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর খুলছে মধুমিতা, মধুবনসহ বেশ কয়েকটি হল। একই দিনে দেশের মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশীয় সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। ছবিটি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও ধানমন্ডি শাখা ছাড়াও যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পেয়েছে।
জিতের ‘বাজি’ দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। তেলেগু ব্লকবাস্টার ছবি ‘নান্নাকু প্রেমাথো’র রিমেক ছবি ‘বাজি’।