বহু দিন অভিনয়জগতে নেই নব্বই দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাঈম। তবে সিনেমাসংশ্লিষ্ট অনুষ্ঠানে মাঝেমধ্যে দেখা যায় এই অভিনেতাকে। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল মেয়ের সঙ্গে গাওয়া গান। জানা যায়, নাঈম অসুস্থ। বহু দিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছেন। কয়েক দিন আগে বুকে ব্যথা শুরু হয়। চিকিৎসকের পরামর্শে বাইপাস সার্জারি করতে হয়। গতকাল শনিবার দিবাগত রাত ২টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত তাঁর টানা অপারেশন চলে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর জ্ঞান ফিরেছে। নাঈমের স্ত্রী শাবনাজের বোন অভিনেত্রী মৌ জানান, ইশারায় কথা বলতে পারছেন নাঈম। গতকাল (৬ নভেম্বর) রাতে তাঁর বাইপাস সার্জারি হয়েছে।
নাঈম ও তাঁর স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা ভালো।
একটি ছবি পোস্ট করে এতে লেখা হয়, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের গতকাল (৬ নভেম্বর) রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন’।
চিত্রনায়ক নাঈম ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাঁদের।