হোম > বিনোদন > সিনেমা

মারামারির পর সেলিব্রেটি ক্রিকেট লিগ সাময়িক স্থগিত 

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে আসন্ন বিশ্বকাপে উৎসাহ দিতে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল)। ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসে আট দলের টুর্নামেন্টটি। তবে দ্বিতীয় দিনে এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সাময়িক স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটির পরবর্তী কার্যক্রম।

আজ শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার কথা জানায় সিসিএল আয়োজক কমিটি।

তাঁরা বলেন, গতকালের ঘটনায় অনেক খেলোয়াড় আহত হয়েছেন, যাঁদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তা ছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছে। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে।

আয়োজক কমিটি আরও বলেন, পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে—এসব বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

তবে গতকাল শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে। এতে দীপংকর দীপনের টিমের বেশ কয়েকজন খেলোয়াড় আহত হওয়ার অভিযোগ ওঠে। দুই দলের সতীর্থদের মারামারি ও হাতাহাতির ঘটনায় সাময়িক স্থগিত করা হয়েছে শোবিজ তারকাদের টুর্নামেন্টটি। আজ (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ