শূন্যের ওপরে গাছের ডালের সঙ্গে ঝুলে নাচলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রায় ২০ ফুট লম্বা একটি কাপড়ের সঙ্গে বেঁধে শূন্যে ঝোলানো হয় তাঁকে। শূন্যে ঝুলে তিনি নাচের মুদ্রা তোলেন।
বিশেষ ধরনের এই নাচের নাম ‘অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট’। ক্যামেরার সামনে এ নাচের অভিজ্ঞতা নওশাবার এবারই প্রথম। তাঁর এই নাচ দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে।
নওশাবা বলছেন, ‘ছবির চিত্রনাট্যে আমার নাচ ছিল না। পরে যোগ করা হয়। যখন শুনলাম, রবীন্দ্রনাথের গান ‘‘আমার হিয়ার মাঝে’’-র সঙ্গে নাচতে হবে আমাকে। তখন কোরিওগ্রাফার মোফাসসল আলিফের সঙ্গে পরামর্শ করে এই নাচটির জন্য প্রস্তুতি নিই।’
তবে বেশ ঝুঁকি ছিল। নওশাবা বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না। কয়েকবছর আগে অ্যাকসিডেন্টের পর ডাক্তার আমাকে ঝুঁকিপূর্ণ শুটিং করতে মানা করেছেন। কোরিওগ্রাফার আলিফ যখন বলার পর, মনে হলো— ভালো কাজের জন্য রিস্কটা নেওয়া যেতেই পারে।’
ছবিতে ‘আমার হিয়ার মাঝে’ গানটি থাকবে সাড়ে চার মিনিট। তবে এই গানের সঙ্গে ‘অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট’ পারফরমেন্স থাকবে প্রায় এক মিনিট। বাকি সময় অন্য মুদ্রা ব্যবহার করা হয়েছে।
এ নাচটি নওশাবার এতই ভালো লেগেছে যে, তিনি চাচ্ছেন আবারও কোনো ছবিতে নাচটি আবার করবেন। তিনি বলেন, ‘কিন্তু বিষয়টি তো আর আমার হাতে নেই। আমি প্রযোজকও না, পরিচালকও না। আমাকে তো সুযোগ পেতে হবে। যদি কেউ আমাকে নাচটি করার সুযোগ দেন, আরেকবার এ মুদ্রায় পারফর্ম করতে চাই।’
থ্রিলার ধাঁচের ছবি ‘অমানুষ’-এ নওশাবা ছাড়াও অভিনয় করেছেন নিরব। আছেন মিথিলা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ প্রমুখ। প্রত্যেকেই ধরা দিয়েছেন ভিন্ন লুকে, ভিন্ন আবহে।