হোম > বিনোদন > সিনেমা

বাংলায় প্রশ্ন করতে নিষেধ করে বিতর্কের মুখে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফাইল ছবি

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গত কয়েক বছর বলিউডেই বেশি ব্যস্ত। হিন্দি সিরিজ ও সিনেমায় তাঁর অভিনয় সর্বভারতীয় স্তরে প্রশংসিতও হচ্ছে। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলো বলিউডে তাঁর অবস্থান পোক্ত করেছে। ১১ জুলাই আসছে প্রসেনজিৎ অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘মালিক’। পুলকিত পরিচালিত এ সিনেমায় তিনি পুলিশ অফিসার, যার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে রাজকুমার রাওকে।

সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ। সেখানে এক সাংবাদিকের বাংলায় প্রশ্ন করার ব্যাপারে আপত্তি তুলে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বাংলা ভাষাকে হেয় করার অভিযোগ উঠেছে প্রসেনজিতের বিরুদ্ধে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন রাজকুমার রাও, মানষী ছিল্লার, পরিচালক পুলকিত এবং মালিক সিনেমার কলাকুশলীরা। সাংবাদিকেরা একের পর প্রশ্ন করছিলেন, আর সে সবের উত্তর দিচ্ছিলেন তাঁরা। একপর্যায়ে এক সাংবাদিক প্রসেনজিতকে বাংলায় প্রশ্ন করেন, ‘বাংলায় তোমাকে পুলিশের চরিত্রে দেখেছি, এখানেও মনে হচ্ছে ওই রকম একটা কিছু। এই চরিত্র কতটা আলাদা তোমার বাঙালি পুলিশ চরিত্রের থেকে? আর রাজকুমার একটা বাঙালি চরিত্র করবে, সৌরভ গাঙ্গুলীর চরিত্র। তোমার কী মনে হয়, ও কতটা ভালো করবে?’

মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলা প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করেন প্রসেনজিৎ। সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, ‘বাংলায় কথা বলার কী দরকার?’ পরিস্থিতি সামলে নেন রাজকুমার রাও। নিজেই প্রশ্নটির হিন্দি অনুবাদ করে দেন। বাংলা থেকে হিন্দিতে রাজকুমারের তরজমা শুনে হাততালি দিয়ে ওঠেন সবাই। এরপর হিন্দি ও ইংরেজিতে প্রশ্নটির উত্তর দেন প্রসেনজিৎ।

এ ভিডিও প্রকাশ্যে আসার পর প্রসেনজিতকে নিয়ে বিতর্ক শুরু হয়। যে বাংলা ভাষা তাঁকে পরিচিতি দিয়েছে, সেই ভাষাকেই অগ্রাহ্য করার অভিযোগে তাঁর সমালোচনা করছেন নেটিজেনরা। টালিউড ইন্ডাস্ট্রির অনেক শিল্পীও এ বিষয়ে প্রসেনজিতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন। তবে এ সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিনেতা।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি