ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের অনেক পরিচয়। একসময় ছিলেন নায়ক, পরবর্তী সময়ে পরিচিতি পান খল নায়ক হিসেবে। অভিনয় ছাড়া তিনি লেখালেখিও করেন। আগামী বইমেলায় নিজের লেখা ৬০টিরও বেশি কবিতা নিয়ে প্রকাশ করবেন কাব্যগ্রন্থ।
কিছুদিন আগে ‘পরান পাখি’ নামে একটি নাটক লিখেছেন তিনি। নাটকটি নিজেই পরিচালনা করবেন বলেও জানিয়েছেন। এবার অমিত হাসান লিখলেন গান।
সেই গানে কণ্ঠ দিলেন তিনি নিজেই। সুর ও সংগীত করেছেন আলী মুস্তাফা। তাঁর গাওয়া ‘আকাশের নীল’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রে। ওই চলচ্চিত্রটি নির্মিত হবে তাঁর প্রযোজনায়।
১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে প্রথম অভিনয় করেন অমিত হাসান। একই বছর মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ ছবিতে একক নায়ক হন শাহনাজের বিপরীতে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ায় চলচ্চিত্রকে পেশা হিসেবে বেছে নেন। অসংখ্য ছবির এই নায়ক ২০১২ সালে প্রথম খল চরিত্রে অভিনয় করেন শাহীন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ ছবিতে। এ পর্যন্ত প্রায় আড়াই শ ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান।