প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দু’জনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি, জানাননি প্রেমিকের পরিচয়। তবে অধরা এবার প্রেমিককে সামনে আনলেন। আজ শুক্রবার প্রেমিকের জন্মদিনে প্রেমের কথা স্বীকার করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।
আজকের পত্রিকাকে অধরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই পারিবারিকভাবে ফয়সালের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে আছে। আর তাঁদের বাগদান হয়েছে ১১ বছর আগে।
অধরার কথায়, ‘আমাদের বিয়ে পারিবারিকভাবে অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে আমাদের বাগদান হয়েছে।’
অধরা জানিয়েছেন, বাগদত্তা ফয়সাল কানাডায় থাকেন। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছেন তিনি। এ ছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।