হোম > বিনোদন > সিনেমা

গোয়েন্দা হবেন অপু

সন্তান, সংসার– সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা। একসময় মূলত গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও অপু এখন চরিত্রের বৈচিত্র্য নিয়ে ভাবছেন। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপু অভিনয় করেছেন চা–বাগানের শ্রমিক হিসেবে।

অপু বিশ্বাসের নতুন ছবি ‘জখম’। এতে অপু স্রেফ নায়কের সঙ্গী নয়, জটিল সব মামলার সমাধান করবেন তিনি। তদন্ত করতে ছুটে বেড়াবেন শহরের অলিগলি–রাজপথ। থ্রিলার ধাঁচের ‘জখম’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। বদল আসবে অপুর লুক ও গেটআপে– এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা অপূর্ব রানা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মহরত হয়েছে ছবিটির। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘জখম’ ছবিতে অপুর নায়ক হবেন জায়েদ খান। একটি বিশেষ চরিত্রে থাকবেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এতে ঋতুপর্ণার ভূমিকা কী হবে, খোলাসা করেননি নির্মাতা।

অপূর্ব রানা বলেছেন, ‘এরই মধ্যে ছবির পুরো প্রস্তুতি শেষ। চিত্রনাট্য লেখা হয়ে গেছে। ঋতুপর্ণা, অপু ও জায়েদ খানের সঙ্গে চুক্তি হয়েছে। শুটিংয়ের লোকেশনও ঠিক করে রেখেছি আমরা। শুটিং হবে ঢাকা ও বান্দরবানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমরা শুটিং শুরু করব।’

‘জখম’–এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শুধু অপু বিশ্বাসের চরিত্রের বৈচিত্র্য দেখা যাবে তা নয়। বদল আসবে নায়ক জায়েদ খানের লুকেও। নির্মাতা বলেছেন, ‘নায়ককে তিনটি গেটআপে দেখব আমরা। একটা ভদ্র ছেলে, আরেকটা রাফ ছেলে, আরেকটা বিশেষ লুক তৈরি করা হয়েছে জায়েদের জন্য।’

‘জখম’–এ অপু–জায়েদ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ড্যানি সিডাক ও কলকাতার রাজেশ শর্মা।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার