সন্তান, সংসার– সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা। একসময় মূলত গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও অপু এখন চরিত্রের বৈচিত্র্য নিয়ে ভাবছেন। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপু অভিনয় করেছেন চা–বাগানের শ্রমিক হিসেবে।
অপু বিশ্বাসের নতুন ছবি ‘জখম’। এতে অপু স্রেফ নায়কের সঙ্গী নয়, জটিল সব মামলার সমাধান করবেন তিনি। তদন্ত করতে ছুটে বেড়াবেন শহরের অলিগলি–রাজপথ। থ্রিলার ধাঁচের ‘জখম’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। বদল আসবে অপুর লুক ও গেটআপে– এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা অপূর্ব রানা।
অপূর্ব রানা বলেছেন, ‘এরই মধ্যে ছবির পুরো প্রস্তুতি শেষ। চিত্রনাট্য লেখা হয়ে গেছে। ঋতুপর্ণা, অপু ও জায়েদ খানের সঙ্গে চুক্তি হয়েছে। শুটিংয়ের লোকেশনও ঠিক করে রেখেছি আমরা। শুটিং হবে ঢাকা ও বান্দরবানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমরা শুটিং শুরু করব।’
‘জখম’–এ অপু–জায়েদ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ড্যানি সিডাক ও কলকাতার রাজেশ শর্মা।