হোম > বিনোদন > সিনেমা

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে পরীমণির মামলা

প্রতিনিধি

সাভার (ঢাকা): বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এ অভিযোগে পরী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে এ মামলা করেন তিনি। প্রধান আসামি করা হয়েছে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে।

দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জন, মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সাভার থানায় মামলা নম্বর ৩৮। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী মাইনুল ইসলাম আরও বলেন, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।

এর আগে রোববার রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, ‘গত বুধবার (৯ জুন) রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন।’

‘সেখানে নাছির ইউ মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।’

নিজ বাসায় বসে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন পরী। তিনি বলেন, ‘বেশ কদিন ধরেই এই বৈঠকের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। পরে অমির অনুরোধে সেদিন রাতে আমি বৈঠকে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারব না।’

পরী জানান, সেদিন রাতে তাঁকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, প্রচণ্ড অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। এর মধ্যে তাঁকে করতে হয়েছে বাঁচার যুদ্ধ। সেখান থেকে বেরিয়ে সেদিন রাতেই পরী যান বনানী থানায়।

পরী অভিযোগ করেন, থানায় তাঁর অভিযোগ শুনলেও সাধারণ ডায়েরি করেননি কর্তব্যরত অফিসার।

আরও পড়ুন:

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ