সাভার (ঢাকা): বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এ অভিযোগে পরী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে এ মামলা করেন তিনি। প্রধান আসামি করা হয়েছে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে।
দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জন, মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সাভার থানায় মামলা নম্বর ৩৮। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজী মাইনুল ইসলাম আরও বলেন, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।
‘সেখানে নাছির ইউ মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।’
পরী জানান, সেদিন রাতে তাঁকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, প্রচণ্ড অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। এর মধ্যে তাঁকে করতে হয়েছে বাঁচার যুদ্ধ। সেখান থেকে বেরিয়ে সেদিন রাতেই পরী যান বনানী থানায়।
পরী অভিযোগ করেন, থানায় তাঁর অভিযোগ শুনলেও সাধারণ ডায়েরি করেননি কর্তব্যরত অফিসার।
আরও পড়ুন: