হোম > বিনোদন > সিনেমা

‘অন্তরাত্মা’ নিয়ে শাহেদের ক্ষোভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খান ও দর্শনা বণিক ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।

প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।

শাহেদ শরীফ খান ; ছবি: সংগৃহীত

অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’

শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’

অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান