হোম > বিনোদন > সিনেমা

একসঙ্গে পর্দায় দেখা যাবে রণদীপ হুদা ও জন সিনাকে

রণদীপ হুদা ও জন সিনা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণদীপ হুদা আবারও পরিচালক স্যাম হারগ্রেভের সঙ্গে কাজ করতে চলেছেন। অ্যাপল অরিজিনাল ফিল্মসের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘ম্যাচবক্স’-এ দেখা যাবে তাঁকে। এতে তাঁর সঙ্গে সহ-অভিনেতা থাকছেন জন সিনা। হারগ্রেভের সঙ্গে হুদার এটি দ্বিতীয় কাজ। এর আগে তাঁরা ২০২০ সালের নেটফ্লিক্স হিট ‘এক্সট্র্যাকশন’-এ একসঙ্গে কাজ করেছিলেন।

‘ম্যাচবক্স’ একটি লাইভ-অ্যাকশন ফিল্ম। যা ম্যাটেলের জনপ্রিয় ম্যাচবক্স টয় ভেহিকেল লাইন থেকে অনুপ্রাণিত। সিনেমাটিতে আরও রয়েছেন হলিউড তারকা তেওনাহ প্যারিস, জেসিকা বিল এবং স্যাম রিচার্ডসন। বর্তমানে বুদাপেস্টে সিনেমাটির প্রোডাকশনের কাজ চলছে।

সিনেমাটি পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘এক্সট্র্যাকশন ২’ খ্যাত পরিচালক স্যাম হারগ্রেভ। চিত্রনাট্য লিখেছেন ডেভিড কগেশাল এবং জোনাথন ট্রপার। প্রযোজনায় আছেন স্কাইড্যান্সের ডেভিড এলিসন ও ডানা গোল্ডবার্গ এবং ম্যাটেল ফিল্মস-এর ডন গ্রেঞ্জার ও রব্বি ব্রেনার।

ম্যাচবক্সের গল্প কয়েকজন শৈশবের বন্ধুদের নিয়ে, যারা একটি বৈশ্বিক বিপর্যয় থামানোর জন্য পুনরায় একত্রিত হয় এবং একসঙ্গে তাদের বন্ধন পুনরায় তৈরি করে। সিনেমাটি আইকনিক ম্যাচবক্স কার লাইনের ওপর ভিত্তি করে তৈরি, যা ১৯৫৩ সালে জ্যাক ওডেল তার মেয়ের জন্য একটি ম্যাচবক্সের মধ্যে ফিট করার মতো ছোট খেলনা তৈরি করার সময় শুরু হয়েছিল। বর্তমানে প্রতি সেকেন্ডে বিশ্বব্যাপী দুটি ম্যাচবক্স কার বিক্রি হয়।

রণদীপ হুদা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘স্যামের সঙ্গে আবার কাজ করতে পেরে খুবই আনন্দিত। এক্সট্র্যাকশনে আমাদের প্রথম কাজ দুর্দান্ত ছিল। স্যাম অ্যাকশনের একজন মাস্টার। বুদাপেস্টে দলের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে।’

এদিকে রণদীপ হুদার হাতে বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে। বর্তমানে তিনি গোপীচাঁদ মালিনেনি পরিচালিত ‘জাট’ সিনেমায় কাজ করছেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সানি দেওল। ছবিটি ‘পুষ্পা ২’-এর প্রযোজনা সংস্থা এটি তৈরি করছেন। এ ছাড়া তিনি বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘অর্জুন উস্তারা’ প্রজেক্টের সঙ্গেও যুক্ত রয়েছেন।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা