হোম > বিনোদন > সিনেমা

মানিকের তিন ছবিতে সাইমন

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন মানিক।

এই নির্মাতা-অভিনেতা জুটির ‘এতো প্রেম এতো মায়া’ ও ‘আনন্দ অশ্রু’ নামে দুটি ছবি নির্মাণাধীন। নতুন খবর জানা গেল তাঁদের। মানিকের আরো তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। ছবি তিনটির নাম ‘হাহাকার’, ‘ফুল দ্য ফ্লাওয়ার’ ও ‘নিতুর জন্য’।

এরমধ্যে এ বছরের নভেম্বরে শুরু হবে ‘হাহাকার’ ছবির শুটিং। আর আগামী বছরের জানুয়ারিতে ‘ফুল দ্য ফ্লাওয়ার’ এবং মার্চে ‘নিতুর জন্য’ ছবির শুটিং শুরু হবে।

তিন ছবিতেই নায়ক হিসেবে সাইমনকে নেওয়ার বিষয়ে মানিক বলেন, ‘আমি বরাবরই গল্পনির্ভর ছবি নির্মাণ করতে পছন্দ করি। সেখানে নায়কের চেয়ে অভিনেতার দরকার পড়ে বেশি। সাইমন ভালো অভিনেতা। তা ছাড়া তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটাও দারুণ।’

সাইমন বলেন, ‘আমরা দুজনই জাকির হোসেন রাজুর শিষ্য। তা ছাড়া মানিক ভাইয়ের ছবি করেই আমি জাতীয় পুরস্কার পেয়েছি। তিনি ডাকলে কখনোই না বলার সাহস হয় না, ভবিষ্যতেও হবে না।’

সাইমন বর্তমানে কাজ করছেন অপূর্ব রানার ‘জলরঙ’ ছবিতে। সরকারি অনুদানের এ ছবি নির্মিত হচ্ছে মানব পাচারের গল্প নিয়ে। এতে তাঁর নায়িকা হিসেবে আছেন উষ্ণ হক।

কিছুদিন আগে শুটিং করে এলেন ‘নরসুন্দরী’ ছবিতে। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে হিন্দু-মুসলমানের প্রেমকে ঘিরে। ‘নরসুন্দরী’তে সাইমনের নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা