সন্তান, সংসার-সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন তিনি। কিছুদিন আগে পাবনায় ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন। সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’র কাজ শেষ করেছেন গত মাসেই। মুক্তির অপেক্ষায় আছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘ঈশা খাঁ’। আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তাঁর। আছে বিজ্ঞাপনচিত্রের কাজও।
‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ স্থান পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘রাজনীতি’। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবে অপু যোগ দেবেন আমন্ত্রিত অতিথি হিসেবে।