হোম > বিনোদন > সিনেমা

কলকাতার আরেক ছবিতে মিথিলা

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

বিবাহিত এক নারী। মুখ বুজে ঘরসংসার করে। কিন্তু সংসারে শান্তি বলতে যা বোঝায়, তা নেই একেবারে। কারণ তার বাচ্চা হয় না। সমস্যাটা যদিও তার নিজের নয়, সমস্যাটা স্বামীর। কিন্তু বাচ্চা না হওয়ার সমস্ত দোষ বহন করতে হচ্ছে তাকেই। এসব সংকট কাঁধে নিয়েই ওই নারী খুঁজে বেড়াচ্ছে এমন জীবন, যে জীবন একান্তই তার নিজের।

মোটা দাগে এটাই মিথিলার আগামী চরিত্র। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এই চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন মিথিলা। কলকাতার নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। নিমার্তা রিঙ্গো বানাচ্ছেন ছবিটি। এতে সন্তান না হওয়া এক সংগ্রামী স্ত্রীর চরিত্রে অভিনয়ের খবর জানিয়েছেন মিথিলা।

মিথিলা বলেন, ‘সন্তান না হওয়া নিয়ে তাঁর ওপর সামাজিক-পারিবারিক চাপ রয়েছে। প্রতিনিয়ত মানসিক টানাপোড়েনের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। চরিত্রটির মাধ্যমে পিতৃতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবিও উঠে আসবে।’ কিন্তু ছবিটির নামের সঙ্গে কীভাবে জুড়ে গেল নদীর গল্প—এ প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘এই ছবির চিত্রনাট্য অনেকটা নদীর ধারার মতো। চারপাশ থেকে সব নদী এসে গঙ্গায় মিশে যাওয়ার মতো।’

ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করবেন দেবশংকর হালদার, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তনিষ্ঠা বিশ্বাস, ববি চক্রবর্তীসহ অনেকে। পরিচালক রিঙ্গো জানান, গঙ্গাসাগর মেলার কিছু সত্য ঘটনা নিয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুটিং করবেন কলকাতা, বেনারস ও হালিশহরে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘আ রিভার ইন হ্যাভেন’।

যত দিনে এ ছবির শুটিং শুরু হবে, তত দিনে ‘মায়া’র ডাবিং শেষ হয়ে যাবে মিথিলার। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবি দিয়েই টালিউডের ছবিতে অভিনয় শুরু করেন মিথিলা। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ‘মায়া’র গল্প।

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি