হোম > বিনোদন > সিনেমা

পরিচালক গৌতম হালদারের মৃত্যু

পরিচালক ও নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরিচালকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ হঠাৎই অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাস্তায়ই তাঁর মৃত্যু হয়।

পরিচালক গৌতম হালদারের হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। গৌতম হালদারের ‘ভালো থেকো’ সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা। এ ছাড়া ‘ভালো থেকো’তে আরও অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারাও।

২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘ভালো থেকো’। এটি সেরা সিনেমাটোগ্রাফি ও অডিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিল। পরে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল গৌতম হালদার পরিচালিত সিনেমা ‘নির্বাণ’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাখী গুলজার।

তবে শুধু সিনেমা পরিচালনাই নয়, নাট্যব্যক্তিত্ব হিসেবেও বিশেষ খ্যাতি ছিল গৌতম হালদারের। ৮০টির বেশি নাটকের নির্দেশনা দিয়েছিলেন তিনি।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা