হোম > বিনোদন > সিনেমা

ভূতপরীর পর এবার ডাইনি হলেন জয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জয়া আহসান। ছবি: সংগৃহীত

সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর টালিউডে ভূতপরী সিনেমাজুড়ে জয়ার পরনে ছিল লাল শাড়ি ও গয়না। এ বেশেই ঘুরে বেড়ায় তাঁর অভিনীত বনলতা চরিত্রটি। ভূতপরীর পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া। নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ডাইনিরূপে দেখা দিলেন তিনি।

বেসুরার গল্পে দেখা যায়, ছোট্ট এক মেয়ে বেসুরা হওয়ায় তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। গলায় সুর পেতে মেয়েটি হাজির হয় ডাইনির ডেরায়। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মেকআপ আর অভিনয়ের গুণে শেষের কিছু দৃশ্যের আগপর্যন্ত ডাইনি চরিত্রে তাঁকে চেনা কঠিন ছিল। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।

বেসুরায় অনেকটা সময় ডাইনির সাজে থাকতে হয়েছে জয়া আহসানকে। ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। চরিত্রটি ছোট হলেও এর প্রভাব অনেক বেশি।’

নির্মাতা নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে ডাইনির বেশে অভিনয় করছেন জয়া আহসান। অভিনেত্রী এ জন্য কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।

বেসুরার গল্প ও সংলাপ নিয়ে জয়া আহসানের মুগ্ধতা রয়েছে। জয়ার ভাষ্যমতে, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি এবং একজন শিল্পী যে শিল্পচর্চা করেন, তার মূল জায়গাটা কী, সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত রয়েছে।’

জয়া আহসান। ছবি: সংগৃহীত

২ষতে ক্যামিও চরিত্র দিয়ে দেশের ওটিটিতে অভিষেক হলো জয়ার। এদিকে গতকাল থেকে জয়া শুরু করেছেন নতুন একটি সিরিজের কাজ। ‘জিম্মি’ নামের সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুন।

জয়ার পাশাপাশি বেসুরা দিয়ে ওটিটিতে প্রথমবার কাজ করেছেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া আরও রয়েছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান প্রমুখ।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি