হোম > বিনোদন > সিনেমা

বক্স অফিস মাত করছেন নাগা-সাই

দক্ষিণী ছবির জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী। ‘লাভ স্টোরি’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। মুক্তি পেয়েই বক্স অফিস মাত করছে। করোনার দ্বিতীয় ওয়েব যাওয়ার পর প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মহেশবাবু, প্রভাস, ধানুশ, এনটিআরের মতো তারকারা ছবিটি হলে দেখতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন।

মুক্তির আগেই বাজিমাত করেছিল ‘লাভ স্টোরি’। বক্স অফিসে প্রি-বিজনেস হিসাবে ৩২.৮ কোটি রুপি আয় করেছে ছবিটি। হায়দরাবাদে ছবিটির এক কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

মধ্যবিত্ত পরিবারের একজন যুবককে চাকরি পেতে যে সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, তা নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। নাগা চৈতন্য ও সাই পল্লবী চাকরির জন্য অনেক সংগ্রাম করেন এবং তাঁরা ভালোবাসার বন্ধনে জড়ান। এই জুটির অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকেরা। এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, ‘ছবির ক্যারেক্টারগুলো এই সমাজ থেকেই উঠে এসেছে। এখানে নায়ক নয়, একজন অভিনয়শিল্পী হয়ে অভিনয় করেছি। ছবিতে একটা সাধারণ ছেলের সাধ ও সাধ্যটা বোঝানো হয়েছে।’

‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন শেখর কামুলা। এই পরিচালকের সঙ্গে এর আগে ‘ফিদা’ ছবি করেছেন সাই পল্লবী। ব্লকবাস্টার সেই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে সাইয়ের অভিষেক। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজিব কানাকালা, উত্তজ, দেবজানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণা মুরালি প্রমুখ।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি