রাজধানীতে নির্মাতা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা নিজেই। এ ঘটনায় তাঁর বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান নির্মাতা।
ফেসবুক পোস্টে রনি লিখেছেন, ‘ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিল, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০/৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়। আমার বাবা-মা কোনো দিন এ রকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়ে নাই।’
পোস্টের শেষে প্রশ্ন ছুড়ে দিয়ে রনি লিখেছেন, ‘দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ, সেই প্রশ্ন এখন করার মনমানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না?’
যোগাযোগ করা হলে রেদওয়ান রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা-মা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টা নিয়ে মানসিকভাবে আমরা ভালো নেই।’