আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেতা ইয়াশ রোহান। নির্মাতা আবু তাওহীদ হিরণের পরিচালনায় ‘আদম’ চলচ্চিত্রটি দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
আজ সোমবার আজকের পত্রিকার সঙ্গে কথা হয় ঐশীর। দুদিনের হল পরিদর্শনের অভিজ্ঞতায় অভিনেত্রী বলেন, ‘এত মানুষের ভালোবাসা পেয়েছি, তা বলে বোঝাতে পারব না। প্রায় প্রতিটি শো-ই হাউসফুল। গল্পের টানেই হলে দর্শক আসছেন।’