হোম > বিনোদন > সিনেমা

এই আপিল বোর্ড অবৈধ: পীরজাদা হারুন

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড। এ পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আপিল বোর্ডের এমন রায়ের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুন। আপিল বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছেন তিনি।

পীরজাদা হারুন বলেন, ‘নির্বাচনের জন্য একটা তফসিল আছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আপিল বোর্ড এখন মৃত। তারা কোনো রায় দেয়ার ক্ষমতা রাখে না। আমিও এখন কোনো রায় দেওয়ার ক্ষমতা রাখি না।’

হারুন বলেন, ‘গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী পরদিন আবেদন করার সুযোগ ছিল, নিপুণ সেখানে টাকা দিয়ে আবেদন করেছেন। আপিল বোর্ড চূড়ান্ত রায় দিয়েছে। নিপুণ সেটা মেনে স্বাক্ষর করেছেন। আপিল বোর্ড জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করেছে। এখন এই আপিল বোর্ড অবৈধ, এই বোর্ডের হাতে কোনো ক্ষমতা নাই।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে পীরজাদা হারুন বলেন, ‘মন্ত্রণালয় থেকে গঠনতন্ত্র এবং নির্বাচনের তফসিল দেখার জন্য বলা হয়েছে। তফসিল অনুযায়ী, নির্বাচনের পরদিন ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর আপিল বোর্ডের হাতে আর কোনো ক্ষমতা নাই। ৩০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের হাতেও কোনো ক্ষমতা নাই।’

তিনি যোগ করেন, ‘এখন হাইকোর্টের দরজা খোলা আছে, কেউ চাইলে হাইকোর্টে যেতে পারেন। কিন্তু আপিল বোর্ড বা নির্বাচন কমিশন আর কাউকে বিজয়ী ঘোষণা করতে পারেন না।’

আরও পড়ুন:

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি