‘মনোলোক’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য ১ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। গতকাল বুধবার রাজধানীর একটি ক্লাবে শুভ মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা হলো ছবিটির। মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরো উপস্থিত ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দীন লাভলুসহ অনেকেই। ‘মনোলোক’ পরিচালনা করছেন শহীদ রায়হান। প্রযোজনা করছেন হাফিজ আলম।
পরিচালক শহীদ রায়হান বলেন, ‘রুপালি পর্দায় ছবিটি মানুষকে বিনোদিত করবে। পর্দার বাইরে জাতীয় জীবনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, দেশের শত্রু-মিত্র নির্ণয়ে সহায়ক হবে। পুরো ছবির গল্প আর পরিকল্পনা শুনে নিপুণ আমাদের পাশে দাঁড়িয়েছেন। নিজে থেকেই পারিশ্রমিক বা সম্মানী ছাড়া অভিনয়ের কথা বলেছেন। নামমাত্র ১ টাকা সম্মানী নেবেন তিনি। নিপুণের এই ভূমিকা আমাকে সম্মানীত করেছে।’
‘মনোলোক’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নিপুণ, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, সমু চৌধুরী, এম এ বারী, এ কে আজাদ সেতু, জয়িতা মহালনবিশ, নেয়াজ তারেক, মাসুদ মহিউদ্দিন, আশরাফুল আশীষ, আরিয়ান প্রমুখ।