হোম > বিনোদন > সিনেমা

নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমায় অপ্সরা

নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা নাসিম সাহনিক। এ সিনেমার নাম রাখা হয়েছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা অপ্সরা। সম্প্রতি অপ্সরার জন্মদিনের আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা নাসিম সাহনিক, প্রযোজক মামুনুর ইসলাম, এফ এম সাঈদ, অভিনেত্রী সুবর্ণা সাঈদ, অনুপমা জান্নাতসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিগগিরই ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার শুটিং শুরু হবে। শুটিং হবে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও রাঙামাটিতে।

চিত্রনায়িকা অপ্সরা বলেন, ‘নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। উনার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তাঁর নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।’

নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন সিনেমার কাজ শুরু করার। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি