হোম > বিনোদন > সিনেমা

সাড়া ফেলেছে সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

রুবেল আনুশ পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করেন। পরে পরিচালক ছবিটি ইউটিউবে মুক্তি দেন।

গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম থেকেই দারুণ সাড়া ফেলে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সেই ধারাবাহিকতায় মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক ছবিটি দেখে ফেলেছেন।

এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার ছবিটি ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন, যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি ছবির সঙ্গে থাকুন।’

রুবেল আনুশ আরও বলেন, ‘আমরা ছবিটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক, তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস জোগাচ্ছে।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এ ছাড়া আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, এ কে আজাদ সেতু, শিমুল খান।

ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহপ্রযোজক রেড পিকচার্স।

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা