একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন। সরকারি অনুদানে নির্মিত ছবিটির নাম ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ৭০ বছরের এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন রোজিনা। তাঁর সহশিল্পী হিসেবে আছেন ইলিয়াস কাঞ্চন। অন্য দুটি চরিত্রে দেখা যাবে নিরব ও অর্চিতা স্পর্শিয়াকে। ছবির শুটিং ও ডাবিং শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা রোজিনা।
রোজিনা বলেন, ‘ইচ্ছে আছে নিয়মিত কাজ করার। অভিনয়ে কতটা সময় দিতে পারব জানি না, তবে পরিচালনায় নিয়মিত থাকার চেষ্টা করব। এরই মধ্যে আরও একটি ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছি।’
নতুন ছবির গল্প জানতে চাইলে রোজিনা বলেন, ‘নতুন ছবির গল্প জীবনধর্মী, সামাজিক। বাস্তবতার ছোঁয়াও আছে। আবার ফ্যান্টাসিও থাকবে। ফ্যান্টাসি মানে সার্কাস নয়! যতটুকু বিনোদন দরকার ততটুকু।’