নতুন উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। কফি শপ দিয়েছেন তিনি। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই কফি শপটির নাম রেখেছেন ‘এক্সপ্রেস ক্যাফে’। গত ৩ ডিসেম্বর এই ক্যাফের উদ্বোধন করা হয়েছে।
এই উদ্যোগে অপু বিশ্বাসের সঙ্গে আছেন আরো একজন— রেসলার শিরিন সুলতানা। অপু বিশ্বাস বলেন, ‘যৌথভাবে শপটি দিয়েছি। একদিন জিমে ব্যায়াম করতে করতে দুজন আলোচনা করেছিলাম কিছু একটা করার। শেষ পর্যন্ত এই কফি শপ দেওয়ার সিদ্ধান্ত হয়।’
অপু বিশ্বাস এখন অভিনয় করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে। এতে তাঁর নায়ক জয় চৌধুরী।