সিলেট সীমান্তে একমাসেরও বেশি সময় ধরে ‘ওরা সাত জন’ নামে একটি ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। খিজির হায়াত খান পরিচালিত এ ছবিতে মম অভিনয় করেছেন একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে। এখনো তিনি ‘ওরা সাত জন’-এর গল্পের ঘোরেই আছেন। এরমধ্যে এল তাঁর নতুন ছবি মুক্তির খবর।
মম অভিনীত ‘আগামীকাল’ মুক্তি পাবে আগামী মাসেই। ২৪ ডিসেম্বর বড়পর্দায় দেখা যাবে মমকে। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’ বানিয়েছেন অঞ্জন আইচ। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি দেশব্যাপী প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দেখুন ‘আগামীকাল’ ছবির ট্রেলার:
এই ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র। ২ ঘন্টা ৮ মিনিটের এ ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ, ও অর্পণ কর্মকার।
দেশের প্রায় আটটি লোকেশনে ‘আগামীকাল’ ছবির শুটিং হয়েছে। ডাবিংয়ের কাজ হয়েছে রিপন নাথের সাউন্ড বক্স স্টুডিওতে।
এছাড়া ফলি সাউন্ড ও কালারসহ যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে কলকাতার টকিজ স্টুডিওতে।