হোম > বিনোদন > সিনেমা

মোদির সঙ্গে কাপুর পরিবারের সাক্ষাৎ, কী বললেন রণবীর-কারিনা

ছবি: সংগৃহীত

সিনেমা ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের দাপট কমবেশি সবারই জানা। কয়েক প্রজন্ম ধরে বলিউডে সরব উপস্থিতি কাপুর পরিবারের। তৈরি হয়েছে একের পর এক তারকা। ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি। এ উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিল কাপুর পরিবার।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গিয়েছিলেন রণবীর কাপুর, কারিনা কাপুর খান, নীতু কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খানসহ আরও অনেকে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে নাকি বেশ ভীত ছিল কাপুর পরিবার। নিজেই এ কথা জানিয়েছেন রণবীর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে কাপুর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়েছেন।

রণবীর বলেছেন, ‘কাপুর পরিবারের জন্য বিশেষ দিন আজ। প্রধানমন্ত্রী এদিন আমাদের তাঁর মূল্যবান সময় দিয়েছেন। শ্রী রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই সাক্ষাতের জন্য আমি কৃতজ্ঞ থাকব। তাঁর সঙ্গে কথোপকথনে খুব আনন্দ পেয়েছি আমরা। আমরা তাঁকে অনেক ব্যক্তিগত প্রশ্নও করেছি।’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে রণবীর বলেন, ‘আমরা ভেতর থেকে খুব ভয়ে ছিলাম। কিন্তু তিনি খুবই আন্তরিক ও ভালো। অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করছিলাম। তাঁকে অসংখ্য ধন্যবাদ।’

ছবি: সংগৃহীত

অভিজ্ঞতা জানিয়ে কারিনা কাপুর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসা এবং তাঁর সঙ্গে কথা বলা আমার স্বপ্ন ছিল। তিনি খুবই ইতিবাচক মানুষ। সত্যিই তিনি বিশ্বনেতা।’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর থেকে তাঁর অটোগ্রাফও নিয়ে এসেছেন কারিনা ছেলে তৈমুর ও জেহের জন্য। সেই মুহূর্তের ছবি পোস্ট করে কারিনা লিখেছেন, ‘মোদিজিকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর দুপুরটার জন্য। তাঁর উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত।’

ছবি: সংগৃহীত

কারিনা এ-ও লিখেছেন, ‘এ বছর রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছি আমরা। তাঁর চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তাঁর অবদান, তাঁর ঐতিহ্য আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে। তাঁর ছবিগুলো নিয়ে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা গর্বিত।’

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব