হোম > বিনোদন > সিনেমা

আত্মহত্যা সমাধান নয়, জীবনকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে হয়: আহমেদ শরীফ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে, যার প্রায় ৭৭ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। ডব্লিউএইচও আত্মহত্যার হারের দিক থেকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে দশম স্থানে রেখেছে। বাংলাদেশে প্রতি বছর অন্তত ১৩ হাজার মানুষ আত্মহত্যা করে। চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ মনে করেন, আত্মহত্যা সমাধান নয় জীবনকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে হয়।

কুষ্টিয়া ভেড়ামারা পরানখালী স্কুল মাঠে আত্মহত্যা-মাদক বাল্য বিবাহ প্রতিরোধে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি। অভিনেতা আহমেদ শরীফের কথায়, ‘মহান সৃষ্টিকর্তা আমাদের অসম্ভব সুন্দর জীবন দিয়েছেন। সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন ভুল সিদ্ধান্ত নতুন মহান আল্লাহর সম্পদকে আমরা বিনষ্ট করতে পারি না। তিনি যা দিয়েছেন তা সুন্দর ভাবে রক্ষা করে আমাদের চলা উচিত।’

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ শরীফ আরও বলেন, ‘জীবনের সমস্যায় আত্মহত্যা কোন সমাধান হতে পারে না। প্রত্যকের জীবন সুন্দর তাকে ভালোবাসতে শিখে সামনে এগিয়ে যেতে হয়। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজের ভুলে সন্তানদের জীবন নষ্ট করে নদীতে ফেলে দেবেন না। একটু ভাবুন বিবেক দিয়ে বিবেচনা করুন প্রমুখ।’

কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস. এম সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, ভেড়ামারা ডিজিএম ডিগ্রি কলেজের প্রফেসর রাশেদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহনাজ সুলতানা বনি, তরুণ উদ্যোক্তা আলিমুল ইসলাম।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা