হোম > বিনোদন > সিনেমা

হাসপাতালে প্রখ্যাত পরিচালক সি বি জামান

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি বি জামান। গতকাল শনিবার বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিসিইউতে তাঁকে ভর্তি করা হয়।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন সি বি জামানের ছেলে সি এফ জামান। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা তাঁকে মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা করা হয়।’

তিনি আরেও বলেন, ‘চিকিৎসক আইসিইউ সাপোর্টে নেওয়ার পরামর্শ দিলে সেখান থেকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।’

১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত থেকে বিখ্যাত বেশ কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। যার মধ্যে `ঝড়ের পাখি’ (১৯৭৩), ‘উজান ভাটি’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩), ‘শুভরাত্রি’ (১৯৮৫), ‘হাসি’ (১৯৮৬), ‘লাল গোলাপ’ (১৯৮৯) ‘কুসুম কলি’ (১৯৯০) উল্লেখযোগ্য। এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ৯টি ক্যাটাগরির মধ্যে ছয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ‘শুভরাত্রি’ বাচসাস পুরস্কারে ভূষিত হয়। এ ছাড়া ছবিটি আন্তর্জাতিকভাবেও বেশ কয়েকটি পুরস্কার লাভ করে।

এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রবীণ এই কিংবদন্তি পরিচালক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান