হোম > বিনোদন > সিনেমা

থানচিতে গোলাগুলির কবলে পড়া তারকারা নিরাপদে ঢাকায় ফিরেছেন

‘নাদান’ সিনেমার শুটিংয়ে বান্দরবান গিয়েছিলেন অভিনেতা শ্যামল মাওলা, এরফান মৃধা শিবলুরা। বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রির দুর্গম এলাকায় ১০ থেকে ১২ দিন শুটিংয়ের পর থানচিতে ফেরে সিনেমার টিম। গতকাল বুধবার সকাল থেকে থানচি বাজারঘাটে শুটিংয়ে অংশ নেন তাঁরা। দুপুরের দিকে হঠাৎ গোলাগুলির কবলে পড়ে পুরো ইউনিট।

সেই সময়ে ধারণকৃত একটি ভিডিও গতকাল রাতে ফেসবুকে পোস্ট করে শ্যামল মাওলা লিখেছেন, ‘“নাদান” সিনেমার শুটিং করতে গিয়ে গোলাগুলির মুখে আমরা।’

গতকাল বান্দরবানের থানচি উপজেলা বাজারে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে ডাকাতি শেষে গুলি ছুড়তে ছুড়তে থানচি ছাড়ে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী।

শ্যামল মাওলা ও এরফান মৃধা শিবলু ছাড়া শুটিংয়ে আরও ছিলেন, শ্যাম মাওলার স্ত্রী ও অভিনেত্রী মাহা সিকদার, পরিচালক ফরহাদ চৌধুরী, চিত্রনায়ক সাইফ খান ও অভিনেত্রী সায়মা স্মৃতিসহ অনেকে।

গতকাল বুধবার শিবলু ফেসবুকে লিখেছেন, ‘কেউ বান্দরবানের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না, এখানে সিচুয়েশন খারাপ, গোলাগুলি হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন।’

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় থানচিতে হোটেলে ফেরে ‘নাদান’ টিম। থানচির পরিস্থিতি তখন থমথমে ছিল, তাঁরা হোটেলেও কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। থানচির পরিস্থিতি শান্ত হওয়ার পর রাতে ঢাকার পথ ধরেছেন তাঁরা। আজ সকালে ঢাকায় পৌঁছেছেন শ্যামল মাওলা, এরফান মৃধারা।

আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরার খবর ফেসবুকে জানিয়ে অভিনেতা এরফান মৃধা শিবলু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অবশেষে নিরাপদে আজ ভোরে প্রিয় ঢাকায় প্রবেশ করিয়াছি।’

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক