কয়েকদিন আগে বরিশাল গিয়েছিলেন চিত্রনায়কি পরীমণি। ফেরার পথে রাস্তার ধার থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি ও তাঁর ছেলে রাজ্য। ঢাকায় ফিরেই ছেলে রাজ্যকে নিয়ে যেতে হয় হাসপাতালে। পরীমণি কিছুটা সুস্থ হলেও তাঁর ছেলে রাজ্য এখনো অসুস্থ। ছেলের উন্নত চিকিৎসার জন্য পরীমণি এবার ছুটে গেলেন ভারতে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় চয়নিকা লেখেন, ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম (পরীর ছেলে) খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্ত কিছুই করার নেই।’
সকলের কাছে দোয়া চেয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’
পরীর সঙ্গে যাওয়ার ইচ্ছা থাকলে ভিসার কারণে যেতে পারেননি চয়নিকা চৌধুরী।