আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য অফিশিয়ালি মনোনীত হয়েছে বাংলাদেশের শিশু নির্মাতা জোহরা রহমান তিতলীর ‘অপেক্ষা’। ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক আয়োজিত এই উৎসব। পেশাদার চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নির্মাতাদের তৈরি প্রথম চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হয় ‘ফার্স্টটাইম ফিল্মমেকার সেশন’ নামের এই আয়োজন।
ছোটবেলা থেকে বাবা মতিউর রহমান সাগরের হাত ধরে অভিনয়ে আসা এই শিশুশিল্পী নিজেই অভিনয় করেছে ‘অপেক্ষা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে। ছবিটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও রচনা করেছে সে।