চিত্রনায়িকা পরীমণির বিষয়ে সরব হলেন ঢালিউড কিং শাকিব খান। পরীমণির সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। শাকিব–পরী জুটি হয়ে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। মুক্তি পেয়েছে এসএ হক অলীকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ও শফিক হাসানের ‘ধুমকেতু’।
আজ শনিবার নিজের ফেসবুক ভ্যারিফাইড পেজে একটি দীর্ঘ লেখা পোস্ট করেন শাকিব খান। ওই পোস্টে সহকর্মী পরীমণির বিষয়ে কথা বলেছেন ঢালিউড কিং। পাশাপাশি শিল্পী সমিতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। করেছেন কঠোর সমালোচনা।
শাকিব খান লিখেছেন, ‘সহকর্মী হিসেবে যতদূর জানি পরীমণি বাবা-মা হীন। তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ-তরুণীর বেড়ে ওঠা, স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে। হয়তো সঠিক দিকনির্দেশনার অভাবে পরীমণি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’
সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?
–শাকিব খান, চিত্রনায়ক
শাকিব খান অভিযোগ করেন, চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষপাত করছে। শিল্পীদেরকে এক করতে ব্যর্থ এই সমিতি। ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ বৃদ্ধি নয়, বরং কাজের পরিবেশ নষ্ট করছে শিল্পী সমিতি– এমন অভিযোগও উঠে এসেছে শাকিব খানের বক্তব্যে।
এরপর শাকিব খান আঙুল তোলেন অন্যদের দিকেও, যাঁরা বছরের পর বছর কোনো ছবি না করে বিলাসবহুল জীবনযাপন করে– ‘যারা পরীমণিকে বিপথে নিয়ে গেছে, তাদেরকেও খুঁজে বের করা উচিত। পরীমণি ত্রিশটির বেশি সিনেমার সাথে জড়িত বলে জানতে পেরেছি। তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা। কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে তাদের আয়ের উৎসও খুঁজে বের করা উচিত।’