হোম > বিনোদন > সিনেমা

জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন মাহফুজ

জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মাহফুজ। এবার আপত্তিকর সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল ‘প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়। মাহফুজ আহমেদের ভাষ্য ছিল― ‘‘আমার আছে জল’’ চলচ্চিত্রে জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল করা ছিল। এরপর আমি অস্ট্রেলিয়া গিয়েছি আমার স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’

তিনি আরও বলেন, ‘আমাকে বলা হলো ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম।’ 

এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।

মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চান তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা