আগামীকাল শুক্রবার ঢাকা ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত টালিউড সিনেমা ‘হুব্বা’। পশ্চিমবঙ্গের পরিচালক ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।
ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সারা দেশের ৬৩টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি। ইতিমধ্যেই সিনেমাটি মন্ত্রণালয় থেকে মুক্তির অনুমতি পেয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
নব্বইয়ের দশকের শেষের দিকে উত্থান ঘটে হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। তাঁর জীবন এবার বড় পর্দায় আসতে যাচ্ছে। ‘হুব্বা’ শিরোনামের এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম।