দক্ষিণ কোরিয়ার ‘ইটস ওকে টু নট বি ওকে’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ওহ জাং সে’র গাড়ির ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার গাড়িটি কৃষিযান কালটিভেটরের সঙ্গে ধাক্কা খাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতার ড্রাইভার।
ওহ জাংয়ের এজেন্সি দুর্ঘটনার ব্যাপারে মুখ খুলেছে। অফিশিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৮ অক্টোবর আমাদের কোম্পানির গাড়িটির দুর্ঘটনার সংবাদ জানার পর, সিইও এবং অন্যান্য কর্মচারী দুর্ঘটনাস্থলে যান। গাড়িটির চালককে পুলিশ হেফাজতে এবং অভিনেতা ওহ জং সে, যিনি গাড়ির যাত্রী ছিলেন, তাঁকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা চালকের কথা শুনেছি এবং দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখেছি। দুর্ঘটনার তীব্রতা নিয়ে ভেবে কালক্ষেপণ না করে আমরা দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে বাঁচাতে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তবে সব অর্থহীন হয়ে যায় যখন একজনের মৃত্যু হয়। তারপরে, আমরা আহতদের গুরুত্ব দিয়েছিলাম।’
প্রসঙ্গত, ওহ জাং সের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই নানা গুজব ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ ভাবতে শুরু করেন, ঘটনার সময় অভিনেতাই গাড়ি চালাচ্ছিলেন। আবার অভিনেতা আঘাত পেয়েছেন কি না, তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।