হোম > বিনোদন > সিনেমা

প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাকিব আল হাসান

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। রমজান উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে মোবাইল ফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো। প্রতিষ্ঠানটির প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো। 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সংগীতায়োজন করা জনপ্রিয় সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, ‘আমার আর রুশো ভাইয়ের কম্বিনেশন সব সময় ভালো হয়। গল্পটা একদমই ভিন্ন ঘরানার, অনেক গল্পের ভিড়ে এটা মানুষের জন্য নির্মাণ করা একটা গল্প, মানুষকে নিয়ে আমাদের ভাবনার জায়গার গল্প।’ 

নির্মাতা রুশো আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমরা নির্মাণ করেছি। সাকিব ভাইয়ের মতো একজন তারকার সঙ্গে কাজ করতে পারা সব সময় ভালো লাগার। আমরা সচরাচর যেসব গল্পে কাজ করি, এবারের গল্পটি এর বাইরে একদম ভিন্ন। আমার টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি ভিন্নধারার কাজটি সবার ভালো লাগবে।’

নির্মাতা রুশো আরও বলেন, ‘গত মাসে চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কাল মুক্তির অপেক্ষায় আছি।’ 

সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও অনেক অভিনেতা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে শুটিংয়ে অংশ নিয়ে সাকিব আল হাসান সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন।

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’