হোম > বিনোদন > সিনেমা

লাইভে হঠাৎ অপু, জানালেন খুশির কারণ

শনিবার সকাল থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে একটি খবর উড়ে বেড়াচ্ছিল। ‘জখম’ নামের একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। মাসখানেক আগে এ ছবির ঘোষণা হয়েছিল রাজধানীর এক পাঁচতারা হোটেলে।

ছবির নায়ক জায়েদ খান। তাঁর সঙ্গে অপুর জুটি হওয়ার খবরটি তখন বেশ আলোড়ন তুলেছিল। ছবিটির নির্মাতা অপূর্ব রানা। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। আজ জানা গেল, ‘জখম’-এ থাকছেন না অপু বিশ্বাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে গেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অপুর বদলে ছবিটিতে কাজ করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শনিবার বেলা ৩টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে এলেন অপু বিশ্বাস। ‘জখম’ নিয়ে তিনি কি কিছু বলবেন? কোনো অভিযোগ? কিন্তু লাইভে অপু ‘জখম’ নিয়ে কোনো কথাই বললেন না।

এ প্রসঙ্গ ছাড়াও তাঁর বলার আরও কিছু আছে। কী সেই কথা, যার কারণে ভরদুপুরে লাইভে এলেন ঢালিউড কুইন?

অপু এখন আছেন পাবনার ঈশ্বরদীতে। সেখানে ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির কাজ করছেন তিনি। এ ছবিতে অপুর নায়ক জয় চৌধুরী।

অপু বিশ্বাস বলেন, ‘২০১২ সালের পর এই প্রথম এ ছবিতে একটি গানে এত বেশি অ্যারেঞ্জমেন্ট পেলাম। এর আগে বড় আয়োজনের ছবিতে কাজ করেছি। কিন্তু মনে হতো, আরেকটু বেশি অ্যারেঞ্জমেন্ট হলে ভালো হতো। ঈশ্বরদীতে সকাল থেকে শুটিং করছি একটা গ্রামের সেটে। তো গ্রামের সেট যেমন হওয়া উচিত, যা যা দরকার; সবকিছুই রেখেছেন নির্মাতা। খুবই ভালো লাগছে।’

ছবির সেটে বসেই লাইভে আসেন অপু। ব্যাকগ্রাউন্ডে শট নেওয়ার প্রস্তুতি চলছিল। অপু খানিকটা ঘুরে দেখালেন ছবির সেট। তখন তাঁর চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।

মাঝে অপু বিশ্বাসের ক্যারিয়ারে কিছুটা ধস নেমেছিল। কম বাজেটের কিছু ছবি দিয়ে ফর্মে ফেরার চেষ্টা করছিলেন তিনি। তবে মনে যে আক্ষেপ ছিল, সেটা বোঝা গেল ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির সেটে বসে তাঁর লাইভের আলাপনে।

দেখুন অপু বিশ্বাসের ফেসবুক লাইভ:

 

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে