চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
এদিকে হাই ভোল্টেজ এই নির্বাচনে অংশ নেওয়া তারকাদের দেখতে ভিড় জমেছে এফডিসির গেটে। সকাল থেকেই এফডিসির সামনের রাস্তায় দেখা গেছে হাজারো মানুষ।
পরিস্থিতি মোকাবিলা করতে এফডিসির ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি র্যাবের সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।
সকাল ৯টা থেকে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এফডিসিতে সমিতির স্টাডি রুমে চলছে ভোটগ্রহণ।