হোম > বিনোদন > সিনেমা

পপির মা হওয়ার গুঞ্জন

অনেকদিন ধরেই আড়ালে আছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তাঁকে পাওয়া যাচ্ছে না কোথাও। দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ফোন নাম্বারটি বন্ধ। এদিকে চলচ্চিত্রপাড়ায় দু-দিন ধরে জোর গুঞ্জন, মা হয়েছেন তিনি। একাধিক সূত্র জানাচ্ছে, ইউনাইটেড হাসপাতালে ২৮ অক্টোবর পুত্রসন্তানের মা হয়েছেন তিনি।

তাঁর সন্তান জন্ম দেওয়ার তারিখ ছিল ৫ নভেম্বর। কিন্তু নির্দিষ্ট তারিখের এক সপ্তাহ আগেই সিজার করতে হয়েছে। তবে সুখবরটি জানতে পপির ফোন নাম্বারে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তাঁর মা-বাবাও জানেন না পপি মা হয়েছেন কি না!

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শাজেদুর রহমান শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কাগজপত্র দেখেছি। সেখানে পপি নামের কাউকে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নেই। এখনি সঠিকভাবে বলা সম্ভব হবে না।’

তবে এফডিসি সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, পপির মা হওয়ার খবরটি সঠিক।

আত্মগোপনে যাওয়ার আগে পপি সর্বশেষ কাজ করেছেন ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায়। এর সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। তবে পপিকে বাদ দিয়েই ছবিটির বাকি অংশ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রাজু আলীম।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা