হোম > বিনোদন > সিনেমা

নায়ক সোহেল রানার অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’ সোহেল রানা সিসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই বীর মুক্তিযোদ্ধাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল রানার ছোট ভাই রুবেল জানান, বেলা একটার সময় তাঁকে সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাঁর ফুসফুস ৭০ ভাগ আক্রান্ত হয়েছে।

কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ২৫ ডিসেম্বর রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন; ২০১৯ সালে তাঁকে আজীবন সম্মাননা দিয়েছে সরকার। অভিনয় ও প্রযোজনার বাইরে তিনি একজন পরিচালকও।

চলচ্চিত্র জগতের বাইরে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন সোহেল রানা; এইচ এম এরশাদের মৃত্যুর পর চলতি বছরের অক্টোবরে তিনি পদত্যাগ করেন।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি