হোম > বিনোদন > সিনেমা

মুক্তির অনুমতি পেল মিলন-শিরিন শিলা জুটির প্রথম সিনেমা

আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা জুটির প্রথম সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। গত বছরের ১২ মার্চ থেকে বগুড়ার মহাস্থানগড়ে শুরু হয়েছিল শুটিং। এতদিনে এসে ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তির অনুমতি পেল। রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান।

এতে মিলন অভিনয় করেছেন নায়েব চরিত্রে। যিনি একজন মাঝি। গ্রামের খালে নৌকা চালান। গ্রামীণ পটভূমিতে বোনা হয়েছে সিনেমাটির গল্প। ‘নদীর জলে শাপলা ভাসে’ দিয়ে প্রথমবারের মতো মাঝির চরিত্রে অভিনয় করেছেন মিলন। সাঁতার না জানায় এর আগে তিনি নৌকা চালাতে পারতেন না। ভয় পেতেন। শুটিংয়ের বড় অংশজুড়ে নদীর বুকেই থাকতে হয়েছে মিলনকে। এ সিনেমার কাজ করতে গিয়ে ভয় কেটে গেছে, হয়ে গেছে তাঁর নৌকা চালানোর প্রশিক্ষণ।

‘নদীর জলে শাপলা ভাসে’ সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি, আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে এই চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর সনদপত্র দেওয়ার জন্য।’

শিরিন শিলা জানিয়েছেন, একটি হৃদয়বিদারক গল্প। গল্পে তিনি গ্রামের সহজ-সরল মাঝির বউ। তারামন বানু তাঁর চরিত্রের নাম।

এ ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলেন। শিরিন শিলার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।

‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।

নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো তারিখে হলে আসবে সিনেমাটি।

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’