আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা জুটির প্রথম সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। গত বছরের ১২ মার্চ থেকে বগুড়ার মহাস্থানগড়ে শুরু হয়েছিল শুটিং। এতদিনে এসে ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তির অনুমতি পেল। রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান।
এতে মিলন অভিনয় করেছেন নায়েব চরিত্রে। যিনি একজন মাঝি। গ্রামের খালে নৌকা চালান। গ্রামীণ পটভূমিতে বোনা হয়েছে সিনেমাটির গল্প। ‘নদীর জলে শাপলা ভাসে’ দিয়ে প্রথমবারের মতো মাঝির চরিত্রে অভিনয় করেছেন মিলন। সাঁতার না জানায় এর আগে তিনি নৌকা চালাতে পারতেন না। ভয় পেতেন। শুটিংয়ের বড় অংশজুড়ে নদীর বুকেই থাকতে হয়েছে মিলনকে। এ সিনেমার কাজ করতে গিয়ে ভয় কেটে গেছে, হয়ে গেছে তাঁর নৌকা চালানোর প্রশিক্ষণ।
শিরিন শিলা জানিয়েছেন, একটি হৃদয়বিদারক গল্প। গল্পে তিনি গ্রামের সহজ-সরল মাঝির বউ। তারামন বানু তাঁর চরিত্রের নাম।
এ ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলেন। শিরিন শিলার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।
নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো তারিখে হলে আসবে সিনেমাটি।