নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নতে প্রবেশ করে। তখন ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিয়েছিলে, ছেলে আরিয়ানের মাদক মামলার কারণে শাহরুখের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনসিবি। তবে মান্নত থেকে বেরিয়ে এনসিবি কর্মকর্তারা জানিয়েছে তল্লাশি নয়, তারা তদন্তের প্রয়োজনে গিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এনসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমাদের তদন্ত চলছে। তার যখন এনসিবি কারো বাড়িতে যায়, তার মানে এ নয় তিনি কোন অপরাধের সঙ্গে যুক্ত কিংবা তার বাড়িতে তল্লাশি করা হচ্ছে। সেখানে কিছু নিয়মিত কার্যক্রম অনুসরণ করা হয়েছে। পেপারওয়ার্ক করতে গিয়েছিলাম।’
এর আগে সকালেই বড় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ। জেলের ভিতরে ১৫ মিনিট সময় কাটিয়ে আবার বাইরে বেরিয়ে আসেন তিনি। ঢোকা বা বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি শাহরুখ খান। সেখানে তার সঙ্গে আইনজীবীদের একটি দল ছিল।
আরও পড়ুন