হোম > অর্থনীতি

ঘরের ডলার ব্যাংকে ফেরাতে সুদহারে নতুন নিয়ম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ডলারসহ আট ধরনের বিদেশি মুদ্রায় হিসাব খুলছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো। দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা হিসাব বা আরএফএসডি হিসাবের বিপরীতে সুদের হার বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এবার ডলার ব্যাংকে ফেরাতে হিসাবধারীদের সঞ্চয়ের বিপরীতে সুদের হারে সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়মে দেশের মধ্যে বৈদেশিক মুদ্রা হিসাবে এক মাস অর্থ রাখলে তার সুদ গ্রাহক-ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দেশে বসবাসকারীদের খোলা বৈদেশিক মুদ্রা হিসাবের জন্য সুদের হার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরএফএসডি হিসাবধারীদের ওপর নির্ভরশীল স্বজনেরা এ হিসাবের বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে এ হিসাবে অন্তত এক মাস সঞ্চয় রাখা অর্থের বিপরীতে প্রতি মাসের বৈদেশিক মুদ্রার জন্য সুদের হার নিজেরা ঠিক করে নিতে পারবেন। এখন ডলার বাসায় ফেলে রাখার প্রবণতা কমবে। তারা বাড়তি সুদ দাবি করে ব্যাংকে রাখতে পারবেন ডলারসহ বিদেশি মুদ্রা। যার ফলে ডলার সংকট অনেকটা দূর হবে।

উল্লেখ্য, ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, চাইনিজ মুদ্রা ইউয়ান ও সিঙ্গাপুর ডলার রাখতে হিসাব খোলা যাবে।

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’